January 01, 1970 - BY Prothom Alo
বন্ধু গোলাম রশিদের মৃত্যুতে বন্ধুসভার শোক
বুধবার রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর-আরামবাগ-পোল্লাডাঙ্গা গোরস্তানে জানাজা শেষে গোলাম রশিদকে দাফন করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার গোলাম রাব্বানীর ছেলে। তিনি মা, স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।